নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগাছায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রাম্য সালিশে ধর্ষকের এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনার জেরে ধর্ষিতা কর্তৃক স্বামীকে জোর পূর্বক তালাক প্রদান ও স্বামীর ৭০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে সালিশী বৈঠকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়। স্থানীয়রা জানান, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় গ্রামের মকবুল মিয়ার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী শেখপাড়া গ্রামের সামাদ আলীর ছেলে ফয়জার রহমানের ৭ বছর আগে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়।
বিয়ের পর থেকে তার স্বামী জীবন জীবিকার তাগিদে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করে আসছিল। এরই সুযোগে পার্শ্বের বাড়ির মৃত কালাম আলীর ছেলে সুমন মিয়া ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিল।
রোববার গভীর রাতে সুযোগ বুঝে সুমন মিয়া গৃহবধূর শয়ন ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এসময় লোকজন ধর্ষক সুমনকে হাতে-নাতে আটক করেন। এ ঘটনায় পরের দিন স্থানীয় মাতব্বররা গ্রাম্য সালিসের আয়োজন করে।
প্রকাশ্যে সালিস বৈঠকের ১১ সদস্যের বোর্ড গঠন করা হয়। এতে বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন স্থানীয় সাবেক ইউপি সদস্য ফজলুল হক। সালিস বোর্ডে ধর্ষকের ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সান নিউজ/এসএ/এস