নিজস্ব প্রতিনিধি, বরিশাল : কীর্তনখোলা নদীর বরিশাল-চরকাউয়া খেয়া পারাপারে অতিরিক্ত অর্থ আদায় করায় তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (০৩ অক্টোবর) সাড়ে ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান তিনজনকে ৬ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, হারুন হাওলাদার (৪৫), মালেক শরীফ (৪৩) এবং শাহীন মোল্লা (২৫)। এদের সকলের বাড়ি চরকাউয়া ইউনিয়নে।
ভ্রাম্যমান আদালতের পেশকার বশির আহম্মেদ জানিয়েছেন, জনপ্রতি নির্ধারিত ২ টাকার পরিবর্তে ৫ টাকা ও ১০ টাকা করে আদায় করায় জনপ্রতি দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড। শেষে অর্থদন্ড দিয়ে মাঝিরা ছাড়া পান।
সান নিউজ/এমএইচ/এনকে/এস