নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
লাল-সবুজের বগিতে সেজেছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে। মঙ্গলবার ( ০৩ নভেম্বর) এ ট্রেনে লাল-সবুজ রঙের বগি যুক্ত হয়। এর আগে ইন্দোনেশিয়া থেকে এ নতুন বগি নিয়ে আসা হয়।
মঙ্গলবার সকাল ৭টায় নতুন রূপে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী।
সরদার সাহাদাত আলী বলেন, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের পুরাতন বগি সরিয়ে ইন্দোনেশিয়া থেকে আনা নতুন বগি যুক্ত করা হয়েছে। এখন থেকে যাত্রীদের ভ্রমণ আরও উন্নত হলো।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাদেকুর রহমান বলেন, সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে আসা লাল-সবুজের নতুন বগি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে যুক্ত হয়। সকাল ৭টায় ট্রেনটি নতুন রূপে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
সান নিউজ/বিএস