নিজস্ব প্রতিনিধি, সিলেট : গত শুক্রবার (৩০ অক্টোবর) থেকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির প্রত্যাহারকৃত এএসআই আশেক এলাহি।
রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ দিন থেকেই তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় আশেক অন্যতম অভিযুক্ত।
শুক্রবার (৩০ অক্টোবর) রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই'র পরিদর্শক মাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, এখনও আশেক এলাহির শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তাকে মনোরোগ বিভাগের অধীন ২৫ নম্বর ওয়ার্ডে কড়া নিরাপত্তায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আশেক এলাহিকে ২৯ অক্টোবর সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই।
সান নিউজ/এক/এনকে/এস