নিজস্ব প্র্র্র্রতিনিধি, সিলেট : দুই সপ্তাহের মধ্যে সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমদের (৩৪) মৃত্যুর ঘটনা তদন্ত কাজ শেষ হবে বলে উচ্চ আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল উচ্চ আদালতের বেঞ্চ এ বিষয়ে দায়েরকৃত রিট আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী। পক্ষে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী সৈয়দ ফজলে এলাহী। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্ত কর্মকর্তা জানিয়েছেন ২ সপ্তাহের মধ্যে তারা চার্জশিট দিয়ে দেবেন। এরপর আদালত মুলতবি ঘোষণা করা হয়।
রায়হানের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আরেকটি রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ। সেটি অন্য বেঞ্চে বিচারাধীন। ওই রিটে পক্ষভুক্ত হতে রোববার আবেদন করেছেন তার মা সালমা বেগম।
গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে গুরুতর আহত হন রায়হান। সেদিন সকাল ৭টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ শুরুতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত বলে চালিয়ে দিতে চেষ্টা করে। তবে রায়হানের স্ত্রী তান্নি পুলিশ হেফাজতে মৃত্যু আইনে মামলা দায়ের করলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় কয়েকজন অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হলেও মূল অপরাধী, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বরখাস্তকৃত এসআই আকবর হোসেন এখনো পলাতক। তাকে গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে এখনো আন্দোলনে উত্তপ্ত সিলেটের রাজপথ।
সান নিউজ/এক/এনকে