নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২ নভেম্বর) সকালে ভোলা সিভিল সার্জন অফিস এর আয়োজনে জেলা সিভিল সার্জেন এর কনফারেন্সে রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার মেডিকেল অফিসার,নার্স,পরিসংখ্যানবিদ, ইউএইচএফপিও, ওসিসি, সিআরএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল এর মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: বাসুদেব কুমার দাস। কর্মশালায় ভোলা জেলা সিভিল সার্জেন ডা: সৈয়দ রেজাউল ইসলাম এর সভাপত্বিতে সভায় অংশ নেয় ইউনিসেফ বরিশাল বিভাগের চীফ এএইচ তৌফিক আহমেদ, ভোলা সদর ২৫০ শয্য হাসপাতালের সহকারী পরিচালক ডা:মহিবুল্লাহ, আরএমও মমিনুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ মোট জনসংখ্যার একটি বড় অংশ জুড়ে রয়েছে কিশোর-কিশোরী। এদের সুস্থ ও সুন্দর ভাবে গড়ে তোলার জন্য কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এর কর্নার এর মাধ্যমে আগামী দিনের কিশোর- কিশোরীরা প্রজনন ও যৌন স্বাস্থ্য,পুষ্টি,প্রজনন অধিকার,জেন্ডার বিষয়ে সচেতনতা সর্বোপরি নারী প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন বক্তারা। এর জন্য সেবা প্রদানকারীদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানায়। ভোলায় কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা কর্ণার রয়েছে ৩৭ টি। ইউনিসেফ এর সহায়তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও কোস্ট ট্রাসট প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সান নিউজে/আইআর/এনকে