নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুধুমাত্র অক্টোবর মাসে ৫৬ হাজার ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করেছে। এসব উদ্ধারের ঘটনায় ৪২ জনকে আটক করা হয়। পাশাপাশি ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের ইনচার্জ দেওয়ান মো. জিল্লুর রহমান। তিনি জানান, টেকনাফ জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেলের সদস্যরা অক্টোবর মাসে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ১০টি ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
এসব উদ্ধারের ঘটনায় ৩২ মামলায় ৪২ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৩০০ টাকা। তিনি আরও জানান, দেশেরস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/এসএ