নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে নিখোঁজের পরদিন পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলো তাউসিফ আহমদ (৬) ও আল আমিন আহমদ (৭)। তাউসিফ গোলাপগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে ও আল আল আমিন একই গ্রামের কবির মিয়ার ছেলে।
রোববার সকালে বাঘা রুস্তমপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাউসিফের পিতা ফয়জুর রহমান।
জানা গেছে, শনিবার বিকালে তারা মসজিদের পুকুরে মাছ শিকার দেখতে গিয়েছিল। সন্ধ্যায়ও বাড়ি না ফেরায় সম্ভাব্য সব জায়গায় তাদের খোঁজ করা হয়।
এমনকি পুকুরে জাল ফেলে খোঁজাখুজির পরও তাদের পাওয়া যায়নি। পরদিন সকাল ৯টার দিকে ঐ পুকুরেই তাদের লাশ ভেসে উঠে। লাশ উদ্ধারের খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সান নিউজ/এক/এনকে