নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ( রোববার) করোনাভাইরাসে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার অধিবাসী বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট অফিস।
নতুন মৃতসহ সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা এখন ২শ' ৩১। এরমধ্যে সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৬৯, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।
এ বিভাগে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৭ জন। এরমধ্যে সিলেটে ২৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৩ জন। সুনামগঞ্জে নতুন কোন রোগী শনাক্ত হয়নি।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৬শ' ৭৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৬শ' ৬৪, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ০৮, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ২১ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭শ' ৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪ জন। এরমধ্যে সিলেটে ৩১, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। সুনামগঞ্জে নতুন রোগী শনাক্ত না হওয়ার পাশাপাশি নতুন করে কেউ সুস্থও হননি।
এই ৩৪ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২ হাজার ১শ' ৮৯ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৬শ' ৬৬, সুনামগঞ্জে ২ হাজার ৩শ' ৪২, হবিগঞ্জে ১ হাজার ৫শ' ১৮ ও মৌলভীবাজারে ১ হাজার ৬শ' ৬৩ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত হাসপাতালে ভর্তি ৫৬ জন। এর মধ্যে সিলেটে ৪৮, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৪ জন।
সান নিউজ/ইকে/এনকে