নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নব-গঠিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ মর্মে শপথ পাঠ করেন: “আমি,,,,,,,,,,,,, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাচিত কেন্দ্রীয়,,,,,,,,,,,,,,,,,, হিসেবে, টুঙ্গিপাড়ার পবিত্র মাটিতে শায়িত,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র সমাধিস্থলে দাঁড়িয়ে, মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শপথ করছি যে," আমি বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রানপ্রিয় নেত্রী ও অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মানে আমাদের উপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবো। দেশের প্রতি অনুগত থেকে সংগঠনের নীতি ও আদর্শ বুকে ধারণ করে একজন স্বেচ্ছাসেবী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় শক্তিশালী ও আদর্শিক স্বদেশ গঠনে জীবনের শেষ রক্তবিন্দু দিতেও প্রস্তুত আছি বলে অঙ্গীকার করলাম।" আমিন
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মানে আমাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধ ভাবে পালনের আহবান জানান। তিনি নবগঠিত সকল উপদেষ্টা, সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদক, উপ-সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও জাতীয় কমিটির সদস্যদের প্রত্যেককে পরিচয় করিয়ে দেন।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, তাঞ্জিল শাকিল জয়, নির্মল ব্যানার্জি, যুগ্ম-সাধারন সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধূরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সায়েম, আরিফুর রহমান টিটু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে, এম, মনোয়ারুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এম