নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি : যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পুর্নিমা। রাঙামাটির রাজবন বিহারসহ অন্যান্য বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন, তাবতিংশ পূজার মাধ্যমে শুরু হয় দিনটি। এছাড়া রয়েছে ধর্মালোচনা, সংঘদান, বুদ্ধমুর্তি দানসহ নানান ধর্মীয় আচার।
শনিবার ( ৩১ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন বিহারে চলছে নানা ধর্মীয় আয়োজন। করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ ৮ মাস পর আয়োজন হয় এ ধর্মীয় জমায়েতের। স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেন পূণ্যার্থীরা।
প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে খাগড়াছড়ির প্রতিটি বৌদ্ধ বিহার সাজানো হয়েছে। বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের দুই দিনের ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব শুরু হয়েছে। নানা ধর্মীয় আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় ওড়ানো হবে ফানুস। দেশ ও জাতির মঙ্গল কামনায় হবে বিশেষ প্রার্থনা।
রোববার রাতে মহামঙ্গল রথযাত্রার মাধ্যমে শেষ হবে এ উৎসব।
সান নিউজ/এসএ