খাগড়াছড়ির মহালছড়ির দূর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযানে দুইশ বিঘা জমির শতকোটি টাকার গাজা ধ্বংস করেছে সেনাবাহিনী।
মহালছড়ি সেনা জোনের কামান্ডার লে. কর্নেল মেহেদী হাসান পিএসসি এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল জেলার কমলচরণ কার্বারি পাড়া প্রকাশ ধইল্যা গ্রামে অভিযান চালানোর সময় ৩৫টি গাজা ক্ষেতের সন্ধান পায় সেনাবাহিনী। কিছু ক্ষেতের গাজা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। বাকিগুলো ধ্বংস করতে অন্তত তিন দিন সময় লাগবে বলে জানানো হয়। শতকোটি টাকার প্রায় ৪০টন গাজা ধ্বংস করা হবে বলে জানান তিনি।
এসময় সেনা অভিযানের খবর পেয়ে গাজা চাষিরা গ্রাম থেকে পালিয়ে যায়। এদিকে গত ২০ ডিসেম্বর মহালছড়ি সেনা জোনের মাদক বিরোধী বিশেষ অভিযানে লেমুছড়িতে প্রায় চার বিঘা জমিতে ১৫শ’ কেজি সমপরিমাণের গাজা ক্ষেত পুড়িয়ে দেয়া হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্ট- ইউপিডিএফ এর ছত্রছাত্রায় এ গাজা চাষ করা হচ্ছে বলে জানায় খাগড়াছড়ি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদ্রক দ্রব্য আইনে ওই গ্রামের গাজা চাষিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। পুরো গ্রামটি এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।