কক্সবাজার প্রতিনিধি:
মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের মহেশখালীতে রোহিঙ্গা ক্যাম্পের ১৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। এসময় মাঝ নদীতে আরো একটি ট্রলারকে আটক করে কক্সবাজারের দিকে ফেরত নিয়ে গেছে প্রশাসন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রশাসন মহেশখালী চ্যানেলে এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে সন্ধ্যার পর থেকে কিছুক্ষণ পর পর কাঠের তৈরি যাত্রীবাহী বোট যাওয়া-আসা করছিল। এ রকম ট্রলারে করে কক্সবাজার ঘাট থেকে রোহিঙ্গারা মহেশখালীতে প্রবেশ করছে বলে উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামের কাছে আগে থেকেই তথ্য ছিল।
সে তথ্যের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে মহেশখালী কক্সবাজার নৌ-চ্যানেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ অন্তত ১০ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে।
তাছাড়া মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া পৌর শহরের গোরকঘাটা বাজার এলাকা থেকে আরো ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।
অপরদিকে কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা রোহিঙ্গাদের বহণকারী একটি ট্রলারকে মাঝ নদী থেকে রাতেই কক্সবাজারের দিকে ফিরিয়ে দেয়া হয়।
পুলিশ জানায়, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য এসব রোহিঙ্গাকে একটি দালালচক্র মহেশখালী দ্বীপে এনে জড়ো করছিল। এ ঘটনায় দালাল সন্দেহে বাংলাদেশী এক যুবককেও এসমসয় আটক করে পুলিশ।
এদিকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানায় প্রশাসন।
গত কয়েকদিন ধরে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দফায় দফায় মহেশখালীতে জড়ো করা হচ্ছে রোহিঙ্গাদের। এসব ঘটনায় একাধিক দালালকে গ্রেফতারও করে পুলিশ।
এর আগে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউপির নোয়াখালীয়াপাড়া সমুদ্র সৈকত এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ে ২৩ রোহিঙ্গা।
সম্প্রতি অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ১৫ রোহিঙ্গার মৃত্যু হয়।
সান নিউজ/সালি