নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে ভারতীয় অবৈধ ঔষধসহ মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পলের ঔষধ রাখার দায়ে ৬টি ঔষধের দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টা থেকে দেড় ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
তিনি জানান, চট্টগ্রাম ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় রাউজান ফকির হাট বাজার ও মুন্সিরঘাটা এলাকার মক্কা মেডিক্যাল হলের মালিক শাহাজানকে ১০ হাজার, পল্লী মঙ্গল ফার্মেসীর মালিক অভি দাশকে ৫ হাজার, শাহ লতিফ ফার্মেসীর মালিক মো. ইরফানকে ১৫ হাজার, সোনালী ফার্মেসীর মালিক প্রদীপ কান্তি চৌধুরীকে ৩০ হাজার, রূপালী ফার্মেসীর মালিক জয়ন্ত দে কে ১০ হাজার এবং জ্যোতি ফার্মেসী রুবেল কান্তি দে কে ৫ হাজার টাকাসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সান নিউজ/জেএম/এনকে/এস