নিজস্ব প্রতিনিধি, খুলনা : আটরা গিলাতলা ইউনিয়ন রক্ষা সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে গিলাতলা ইউনিয়নের ৫টি মৌজা সিটি কর্পোরেশনের অর্ন্তভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ১ ঘন্টা ব্যাপী ৫ কি.মি ব্যাপী খুলনা-যশোর মহাসড়কে শিরামনি থেকে পথের বাজার পর্যন্ত হাজার হাজার নারী, পুরুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ৫টি পয়েন্টে একযোগে মানববন্ধন কর্মসুচি পালন করেন।
এ সময়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি “গ্রাম হবে শহর” তাই শহরের সীমানা বৃদ্ধি না করে গিলাতলা ইউনিয়নের ৫টি মৌজা সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্তির সিদ্ধান্ত প্রত্যাহার দাবী জানান। এছাড়াও গ্রামকে শহরের আদলে তৈরী করে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করার জোর দাবী জানান।
এ মানববন্ধনে সভাপত্বি করেন নাগরিক কমিটির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। কমিটির সদস্য সচিব আব্দুল সাত্তার মোল্লার পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা সম রেজোয়ান আলী, আব্দুল কুদ্দুস, শেখ আসলাম হোসেন, মো. জামিল হোসেন, কাজী আজাদুর রহমান হিরোক, ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, মোল্যা সোহরাব হোসেন, মাহমুদ হাসান, মো. হুমায়ুন কবির, বখতিয়ার পারভেজ, আম্বিয়া বেগম, মো. আব্দুল গফ্ফার, বাবুল আকতার, রিয়াজ উদ্দীন, পায়রা বেগম, শেখ শাহিন রহমান, শেখ বুর রহমান, আব্দুল মালেক, সৈয়দ জসিম উদ্দীন, আবু সাইদ, মোক্তার হোসেন, পলাশ হোসেন, কামরুল ইসলাম, রিপন খান, জামাল হোসেন, মো. খালেক, মনিরুজ্জামান বাবুল, মুন্সি মিজান, মাষ্টার আলম সরদার, আনোয়ার হোসেন, রুমা পারভিন, খান জাফর, দুলাল চন্দ্র সরকার , সালাম গাজী, মনির আকুঞ্জ, তবিবর রহমান, বাবুল রেজা, রোসন আলী, আব্দুল জলিল, বিল্লাল হোসেন, কমল পাল, জোসেফ সিকদার প্রমুখ।
সান নিউড/কেএ/এনকে/এস