নিজস্ব প্রতিনিধি, সিলেট : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, গ্রামেই শহরের সব সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে আমরা নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছি। ইতিমধ্যেই অনেক সুবিধা পাচ্ছেন পল্লীতে থাকা মানুষ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ইমরান আহমদ বলেন, গ্রামেই স্বাস্থ্য, শিক্ষা, বিনোদনসহ সব সুযোগ সুবিধা পাওয়া যাবে। সরকারের পদক্ষেপ বাস্তবায়ন হলে শহরের কোনো সুবিধা থেকেই গ্রাম বঞ্চিত হবে না।
এ সময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব প্রমুখ।
সান নিউজ/এক/এনকে