নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে প্রায় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। মাদক ব্যবসায়ীরা হলেন সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার উত্তর বাকরশাল গ্রামের তেরা মিয়ার ছেলে আব্দুল মানিক (৪০) ও পূর্ব বাকরশাল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আতিকুর রহমান (৫২)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে র্যাবের গণমাধ্যম শাখা জানায়, সোমবার সন্ধ্যায় নগরীর সুবহানীঘাটের কাঁচাবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিক ও আতিককে গ্রেপ্তার করা হয়। এসয়ম তাদের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃতদের এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিঞা।
সান নিউজ/এক/এনকে/এস