নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায়। ইতিমধ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ নিজ নিজ পরিচয় তুলে ধরে পৌরসভার বিভিন্ন রাস্তার মোড়ে, অফিস-আদালতের সামনে, চায়ের দোকানে এবং হাট-বাজারে ব্যানার, পোষ্টার, ফেসটুন, বিলবোর্ড এবং স্টিকার লাগিয়ে দিয়েছে। পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে নৌকার কান্ডারি হতে চান পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
পৌরসভার হুড়াভায়াখাঁ গ্রামের আব্দুল হাকিম সরকারের ছেলে জাহাঙ্গীর। বাংলাদেশ ছাত্রলীগের হাত ধরে ১৯৯৩ সালে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি সোনার বাংলা বিদ্যাপীঠ প্রি-ক্যাডেট স্কুল, উপজেলা পাটচাষী কল্যাণ সমিতি, জেলা পাটচাষী কল্যাণ সমিতি, জয় বাংলা থিয়েটার এবং উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত রয়েছেন। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
জাহাঙ্গীর আলম জানান, তিনি দীর্ঘদিন থেকে সুস্থ ধারার রাজনীতি করে আসছেন। তিনি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার প্রত্যাশা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাকে মেয়র পদে নির্বাচনের সুযোগ দেন তাহলে তিনি সুন্দরগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা উপহার দিবেন। তিনি নৌকার সমর্থন পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সান নিউজ/এনকে/এস