নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর-পাবনা মহাসড়কে গোধরা এলাকায় চঞ্চল পরিবহন নামের রাজশাহীগামী একটি যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে জোসনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা ও তার মেয়ে রোজিনা (৩০) নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পাবনা জেলার চাটমোহর উপজেলার নড়াইখালি গ্রামের বাসিন্দা।
নাটোর ব্যাপিষ্ট মিড মিশন হাসপাতালে গলার অপারেশনের জন্য মেয়ে রোজিনাকে সাথে নিয়ে মা জোসনা বেগম নাটোর আসছিলেন। বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকালে নাটোর-পাবনা মহাসড়কের গোধরা এলাকায় যাত্রীবাহী বাসটি আরেক বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের যাত্রী বৃদ্ধা জোসনা বেগম নিহত হন।
গুরুতর আহত অবস্থায় মেয়ে রোজিনাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হলে দুপুরে তারও মৃত্যু হয়। পরে বড়াইগ্রাম হাইওয়ে থানার পুলিশ খাদে পড়া বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, ‘বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।’
সান নিউজ/পিডিকে