নিজস্ব প্রতিনিধি, সিলেট :
টানা ১১ দিন পর সিলেটে প্রাণঘাতী করোনা ভাইরাসে ফের এক জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) অধিবাসী সম্প্রদায়ের একজনের মৃত্যু হয়। কিন্তু তার নাম পরিচয় জানা যায়নি।
এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা ২২৫। এর মধ্যে সিলেট জেলায় ১৬৪, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন। এদিকে, সিলেট বিভাগে রোববার করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।
জানা গেছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৪শ' ৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৪শ' ৭৯, সুনামগঞ্জে ২ হাজার ৩শ' ৮৮, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ২ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭শ' ৭২ জন।
গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯, সুনামগঞ্জে ৭ ও হবিগঞ্জে ৬ জন।
এই ৪২ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হলেন মোট ১১ হাজার ৯শ' ৭৩ জন। এরমধ্যে সিলেটে ৬ হাজার ৪শ' ৬৪, সুনামগঞ্জে ২ হাজার ৩শ' ৩৫, হবিগঞ্জে ১ হাজার ৫শ' ১৬ ও মৌলভীবাজারে ১ হাজার ৬শ' ৫৮ জন।
সোমবার পর্যন্ত সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৬২ জন। এরমধ্যে সিলেটে ৫৩, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৫ জন।
সান নিউজ/এক/এনকে