নিজস্ব প্রতিনিধি, রংপুর : জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী গৃহিত সকল পদক্ষেপ বাস্তবায়নে সম্মিলিতভাবে নিষ্ঠার সাথে কাজ করলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে’ বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এসময় স্পিকার বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান সাবেক এমপি নূর মোহাম্মদ মন্ডল, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক, পীরগঞ্জ পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম।
পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ২৭৪ বান্ডিল ঢেউটিন, ৪২২ জনকে টিউবওয়েল এবং ৫ হাজার বিভিন্ন ফলোজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।
সান নিউজ/এনকে/এস