নিজস্ব প্রতিনিধি, বরিশাল : মহা অষ্টমীতে পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন পরিষদের উদ্যোগে বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে শংকর মঠ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মানব হিতৈষী এমন কাজের জন্য সাবাইকে এগিয়ে আসার আহবান জানান।
পূজোর ভ্যানের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ভানু লাল দে'র সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিৎ দত্ত লিটু, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানান্দ ট্রাস্টে সাধারণ সম্পাদক বাসুদেব কর্মকার ভাষাই, পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে, সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানু প্রমূখ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডা: রোহান খান, সুব্রত দেবনাথ, তন্ময় তপু, অনুপ দাস, পার্থ রায় প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, পূজোর ভ্যানের উদ্যোক্তা অপূর্ব অপু।
সান নিউজ/এনকে/এস