নিজস্ব প্রতিনিধি, ভোলা : নিম্মচাপের প্রভাবে ভোলা জেলার উপর দিয়ে প্রচন্ড ঝড়ো হাওয়া এবং বিরতিহীন ভাবে বৃষ্টিপাত হচ্ছে। ভোলা জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঘূর্নিঝর প্রস্তুতি কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক জানান, তার দপ্তরসহ ৭ উপজেলায় মোট ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলায় ৭ শ ৪টি ঘুর্ণিঝর আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মোট ২ হাজার প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে যা একটি পরিবার ৬ থেকে ৭ দিন খেতে পারবে বলে জানান জেলা প্রশাসক।
এছাড়াও ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি ( সিপিপি), রেডক্রিসেন্ট এর প্রায় ১৩ হাজার ৬শ সেচ্ছাসেবী ঘূর্নিঝড়ের সতর্ক সংকেত প্রচার শুরু করেছে। উদ্ধার কাজের জন্য নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড ও আনসার প্রস্তুত রাখা হয়েছে। আগামী ২৪ঘন্টার মধ্যে চরাঞ্চল থেকে লোকদের মূল ভুখন্ডে আনার জন্য সব রকম নৌযান প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক জানান, প্রশাসনের কাছে বর্তমানে ১শ ৪০ মেট্রিক টন চাল মজুদ আছে। দুর্যোগ পরবর্তী সময়ে এসব চাল, গৃহ নির্মানের জন্য ঢেউটিন এবং নগদ অর্থ প্রদান করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক আজিজুল ইাসলাম, প্রবিন সাংবাদিক এম আবু তাহের প্রমূখ।
সান নিউজ/আইআর/এস