নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে সাতক্ষীরা জেলার সড়ক পরিবহণ খাতকে মাদকমুক্ত রাখতে চালকদের ডোপ টেস্ট অভিযান শুরু করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শহরের মেডিকেল কলেজ সংলগ্ন প্রধান সড়কে চালক ও মোটর শ্রমিকদের মাঝে এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মির্জা সালাইউদ্দিন।
তিনি জানান, ‘সড়কে দুর্ঘটনা কমাতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চালকদের ডোপ টেস্ট করার অংশ হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ট্রাফিক পুলিশ, সাতক্ষীরা সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ লাইন্স এর চৌকস পুলিশ সদস্যদের সমন্বয়ে মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হচ্ছে’।
তিনি আরও জানান, ‘সন্দেহভাজন ১২ জনের মধ্যে ৫ জনের ক্ষেত্রে ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ মাদকসেবী বলে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। সাতক্ষীরা সড়ক পরিবহণ খাতকে মাদকসেবী মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে’।
সান নিউজ/এমআই/এস