নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া যুবক রায়হান আহমদেও (৩৪) দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মাহিদুল ইসলামের কাছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিবেদনটি হন্তান্তর করেছেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ‘ফরেনসিক বিভাগের কর্মকর্তারা।
এ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. শামসুল ইসলাম জানান, প্রথমবারের মতো দ্বিতীয় দফার রিপোর্টের মিল রয়েছে। ভোতা অস্ত্রের আঘাতে রায়হানের মৃত্যু হয়েছে।
তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পুলিশ পরিদর্শক মাহিদুল ইসলাম বলেছেন, রায়হানের দ্বিতীয় দফা ময়নাতদন্ত রিপোর্ট পেয়েছি। এটি প্রাথমিক রিপোর্ট।
উল্লেখ্য, ১৫ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগরীর আখালিয়া নবাবী মসজিদ সংলগ্ন কবরস্তান থেকে রায়হানের লাশ তুলে দ্বিতীয়দফা ময়না তদন্ত করা হয়।
এদিকে, রায়হান হত্যাকান্ডের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তদন্ত টিমের প্রতিবেদন আগামী সোমবার দাখিল করার কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তদন্ত টিমের প্রধান, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি- ক্রাইম অ্যানালাইসিস বিভিাগ) মুহাম্মদ আয়ুব।
সান নিউজ/এক/এম