নিজস্ব প্রতিনিধি, সিলেট : একের পর এক বড় বড় ঘটনা ঘটেই যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬ থানা এলাকায়। সে তুলনায় পুলিশের সাফল্য তেমন উল্লেখ করার মতো নয়। এসব নিয়ে চলছিল তুমুল সমালোচনা।
সচেতনদের মনে প্রশ্ন উঠছিল বার বার এসএমপির কমিশনারকে নিয়ে। কেউকেউ ধারনাও করেছিলেন, তাকে সরিয়ে দেয়ার সময় হয়েছে। অবশেষে তাই হলো। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া পিপিএমকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বদলির আদেশ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
তার স্থলাভিষিক্ত হবেন বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নের (এসপিবিএন) উপ-পুলিশ মহাপরিদর্শক নিশারুল আরিফ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাকে।
সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণকান্ডের পর আসামিদের গ্রেপ্তারে এসএমপির ভূমিকা না থাকা, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে আখালিয়া-নেহারীপাড়ার যুবক রায়হান হত্যাকান্ডের প্রধান আসামি, বরখাস্তকৃত এসআই আকবরের পলায়নের ঘটনা গোলাম কিবরিয়ার বদলিকে তরান্বিত করেছে বলে সচেতন মহল মনে করছেন। তবে বদলির নিশ্চিত কোন কারণ জানা যায়নি।
সান নিউজ/এক/এনকে