মৌলভীবাজার প্রতিনিধি:
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে প্রয়োজন অধিক পরিমাণে বৃক্ষ রোপণ করা। মুজিববর্ষ উপলক্ষে ব্যাপক কর্মযজ্ঞও চলছে দেশজুড়ে। তারই অংশ হিসেবে সারাদেশে এক কোটি গাছের চারা রোপন করা হবে। আর এ কাজে ব্যায় হবে ১৮ কোটি টাকা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন এ কথা জানিয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের জুড়ী উপজেলার দু’টি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ৪৯২টি উপজেলায় গাছের চারা রোপণের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে গ্রহণ করা হয়েছে।
এ সময় মন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষায় অধিক পরিমাণে বৃক্ষ রোপণের অংশ হিসেবে সরকার বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে।