নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী :
নোয়াখালীর সুবর্ণচরে নুরজাহান বেগম (৫৭) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবিরকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নুরজাহানের ছেলেকে হুমায়ুন কবিরকে থানায় আনা হয়। পরে সে বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে চরজব্বার থানায় মামলা করলে তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু পুলিশ তাকে চোখের আড়াল করেনি।
এক পর্যায়ে পুলিশের তদন্তে সব বেরিয়ে এলে পুলিশ মামলার বাদীসহ পরিবারের কয়েকজনকে গ্রেফতার করে এ নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে। পুলিশ ওই নারীর মরদেহের পাঁচটি অংশ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম পুলিশের রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেনের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ হত্যা রহস্যের প্রেস ব্রিফিং করে জানাবেন পুলিশ সুপার আলমগীর হোসেন।
নুরজাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আবদুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়েসহ ৯ সন্তানের জননী ছিলেন।
সান নিউজ/বিএস