নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় বিরল প্রজাতির একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ১১৩ কেজি।
বুধবার (২১ অক্টোবর) ভোরে ব্রহ্মপুত্র নদে আশাদুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে। আশাদুল ইসলামের বাড়ি চিলমারি উপজেলার নয়ারহাট ইউনিয়নে।
মাছটি পেয়ে আশাদুল আপ্লুত। তার চোখে আনন্দাশ্রু। সে বলে আমি ঋণগ্রস্ত মানুষ। আল্লাহ আমার দিকে তাকিয়েছেন তাই মাছটি আমার জালে পাঠিয়েছেন। ছেলে মেয়ে নিয়ে এখন একটু স্বস্তিতে থাকতে পারবেন।
মাছটি স্থানীয় থানাহাট বাজারে নিয়ে আসা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাছটি ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আশাদুল আশা করছেন মাছটি ১,২৫,০০০ (এক লক্ষ পঁচিশ হাজার) টাকায় বিক্রি করতে পারবেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার মাছের জন্য বিখ্যাত উপজেলা চিলমারি। যেখানে প্রায়ই বড় বড় বিরল প্রজাতির মাছ জেলেদের জালে আটকা পড়ে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ তাই প্রায়শই মাছের জন্য চিলমারিতে ভিড় করে।
সান নিউজ/আর/এস