নিজস্ব প্রতিবেদক,বরিশাল : পূর্ব ঘোষণা অনুযায়ী বেতনভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে বরিশালসহ সারাদেশে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট শুরু হয়েছে। সোমবার রাত ১২টার পর থেকে বরিশালসহ সারাদেশে এই ধর্মঘট শুরু হয়। বিগত দুই বছর যাবত পণ্যবাহী নৌযান শ্রমিক ফেডারেশন বেতনভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল আঞ্চলিক সভাপতি আবুল হাসেম মাস্টার বলেন, শ্রমিকরা সন্ধ্যার পর থেকে বরিশাল নৌবন্দর এলাকায় ফেডারেশন কার্যালয়ে অবস্থান নেয় এবং রাত ১২টার পর নৌযান চলাচল বন্ধ করে দেয়।
তিনি বলেন, এর আগেও আমরা ধর্মঘটে গিয়েছিলাম। আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন সরকার ও নৌযান মালিকেরা। আজ পর্যন্ত তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। তাই বাধ্য হয়ে আমরা আবারও ধর্মঘটের ডাক দিয়েছি।
নৌযান শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা বৃদ্ধি, খাদ্যভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন, কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, ভারতগামী নৌযানের শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, নৌপথে নাব্যতা রক্ষা এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশি নির্যাতন বন্ধ ইত্যাদি।
সান নিউজ/এসকে