নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) নিহতের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন ৩ পুলিশ সদস্য। তারা সবাই বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল। প্রত্যক্ষদর্শী হিসেবে তিনজন নিজেদের জবানবন্দি দিয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় তাদের জবানবন্দি রেকর্ড শুরু হয়। প্রায় দুই ঘণ্টা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জিহাদুুর রহমানের আদালতে কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম জবানবন্দি দিয়েছেন। তারা বন্দরবাজার ফাঁড়ির সাময়িক বরখাস্ত ও প্রত্যাহারকৃত ৭ সদস্যের বাইরের বলে জানা গেছে।
দুপুরে অতিরিক্ত মূখ্য মহানগর আদালতে বিচারক মো. জিহাদুুর রহমানের আদালতে তিন পুলিশ কনস্টেবলকে হাজির করেন মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা।
১১ অক্টোবর (শনিবার দিবাগত রাতে) বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন নগরীর আখালিয়া নেহারীপড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদ (৩৪)। রোববার সকালে ওসমানী হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন তার স্ত্রী তান্নি।
রায়হান নিহতের ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত ও অন্য ৩ জনকে প্রত্যাহার করা হয়। গত ১৩ অক্টোবর থেকে প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূইয়া পলাতক।
সান নিউজ/এক/এস