কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৪) অপহৃত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় তিন জনকে আসামী করে মামলা হয়েছে। পুলিশ সোমবার (১৯ অক্টোবর) বাবলু শেখ (৪০) নামে একজনকে আটক করেছে। উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া গ্রামে চাঞ্চল্যকর এ অপহরণের ঘটনা ঘটেছে।
থানা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী এবং মজুরদিয়া গ্রামের মো. রায়হান মাতুব্বারের মেয়ে মোছাঃ মাছুরাকে স্কুলে যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করতো ও কুপ্রস্তাব দিত একই গ্রামের মোসলেম শেখের ছেলে লাভলু শেখ (৩০)। এ ঘটনা মাছুরা তার পিতা-মাতাকে জানালে তারা বিষয়টি লাবলুর অভিভাবকদের অবহিত করেন। এতে মাছুরার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে লাভলু। গত ১৬ অক্টোবর গভীর রাতে সে সিঁদ কেটে মাছুরার কক্ষে প্রবেশ করে এবং তাকে অপহরণ করে।
এ ঘটনায় মেয়ের বাবা রায়হান মাতুব্বার রোববার রাতে বোয়ালমারী থানায় লাভলুকে আসামী করে মামলা দায়ের করেন। বোয়ালমারী থানা পুলিশের সাতৈর ইউনিয়নের জয়নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ, উপ পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম আসামী লাভলু শেখের বড় ভাই বাবলু শেখকে নিজ বাড়ি থেকে সোমবার আটক করে আদালতে প্রেরণ করে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ বাহাউদ্দীন বাহার বলেন, লাবলু খুব দুর্ধর্ষ প্রকৃতির লোক। আমি লাবলুকে একাধিকবার সতর্ক করলেও তাতে কান দেয়নি। ও কাউকেই পরোয়া করে না।
সান নিউজ/কেএস/এস