নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের কানাইঘাটে ফাতেমা বেগম নামক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তার স্বামী মরম আলীকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার রাতে সিলেটের বিয়ানীবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে তারা।
শুক্রবার সকালে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর আগফৌদ গ্রামের গৃহবধূ ফাতেমার লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ। সেদিন রাতেই কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন ফাতেমার মা জলিকা বেগম।
তিনি মামলায় ফাতেমার স্বামী মরম আলীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করেছেন ( নম্বর- ২২)।
ফাতেমা বেগমের লাশ ময়নাতদন্ত শেষে শনিবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে ফাতেমাকে তার শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী একই গ্রামের জালাল উদ্দিনের পুত্র মরম আলী। এরপর পালিয়ে যান তিনি।
শুক্রবার সকালে পুলিশ ও সিলেট সিআইডির ক্রাইম সিন ইউনিট তার লাশ উদ্ধার করে। ফাতেমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মুখ ও কান দিয়ে রক্ত বের হতেও দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
আগে তার আরেকটি বিয়ে হয়েছিল। বছরখানেক আগে ফাতেমা বিয়ে করেন মামাতো ভাই মরম আলীকে।
সান নিউজ/এক/এস