সারাদেশ
বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তারা

প্রজাতন্ত্রের পুলিশ আজ আওয়ামী বাহিনীতে পরিণত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : আওয়ামী সরকার সংবিধান লঙ্ঘন করে প্রজাতন্ত্রের পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। পুলিশ বাহিনী তারা আওয়ামী বাহিনীতে পরিণত করেছে। পুলিশ ব্যবহার করে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। যার প্রমান আপনারা দেখছেন প্রত্যেকটি ন্যায় সঙ্গত আন্দোলনে পুলিশ বাহিনী অন্যায্যভাবে মানুষের ওপর চড়াও হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ ও উত্তর) আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এই সমাবেশ করে বিএনপি।

বক্তারা বলেন, আইন নিজেদের মত করে ব্যবহার করায় আজ আর আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কমে গেছে। তাই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে ধর্ষণের মহোৎসব চলছে। সরকারের লুটপাটের কারনে দিন দিন বাড়ছে নিত্যপন্যের দাম। দ্রব্যমূল্য আজ ক্রয় ক্ষমতার অনেক ওপরে।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, কোতয়ালী বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তছলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জে.এম আমিনুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, দক্ষিণ জেলা মহিলাদলের সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, উত্তর জেলা মহিলাদলের সভাপতি শায়লা শারমিন মিমু প্রমূখ।

বক্তারা মানুষর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ‘অবৈধ সরকার’ হটিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনার আহবান জানান। সমাবেশ শেষে সড়কে নেমে মিলিছ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা প্রদান করেন।

ওদিকে একই সময়ে বরিশাল বিএনপির দলীয় কার্যলয়ের সামনে মহানগর বিএনপিও একই কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ। মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনু সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনয়ারুল হক তারিন, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, মহানগর যুবদলের সভাপতি মাসুদ হাসান মামুন, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহিলাদল নেত্রী ফাতেমা-তুজ-জোহরা মিতু প্রমূখ। এখানেও বক্তারা সরকার হটিয়ে ভোটের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানান।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ১০ম গ্রেড দাবী নয়, আমাদের অধিকা...

জাহ্নবীর রূপে মুগ্ধ প্রেমিক

বিনোদন ডেস্ক: জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার সম্পর্ক...

ভালো মন্দ বোঝার শক্তি হারিয়ে যাচ্ছে

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নুসরাত ফারিয়া পর্দায় শেখ মুজিবুর রহম...

মাহবুবে আলম’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল...

বাড়ছে তিস্তার পানি

জেলা প্রতিনিধি : উজানের ঢল ও টানা দুদিনে বৃষ্টিতে তিস্তার পা...

সোনার দাম কমল

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়...

ইবিতে শহীদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্ট শুরু

জিসান নজরুল, ইবি : জুলাই আন্দোলনে নিহত শহীদের স্মরণে ইসলামী...

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৭ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের...

হাসান নাসরুল্লাহ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের বিমান হ...

পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা