নিজস্ব প্রতিবেদক :
খুলনার প্লাটিনাম জুট মিলে চাকরি অবসায়ন ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হচ্ছে আজ (সোমবার ১৯ অক্টেবর) থেকে। ইতোমধ্যে ৩ হাজার ৬৭৪ জন শ্রমিকের মাঝে ৪৩১ কোটি টাকার চেক ও সঞ্চয়পত্র বিতরণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মিল কর্তৃপক্ষ।
জুট মিলের যুগ্ম শ্রম পরিচালক মো. মিজানুর রহমান জানান, বিজেএমসির নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহের বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত ০১ জুলাই থেকে ২৫টি পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে। শ্রমিকদের ৬০ দিনের নোটিশ পে ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
তিনি বলেন, কর্মরত শ্রমিকদের চাকরি গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় ১৩%-২৭% অতিরিক্ত সুবিধাসহ অবসায়ন এবং ২০১৩ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের চূড়ান্ত পাওনাদি পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের চূড়ান্ত পাওনা ২ লাখ টাকার ঊর্ধ্বে প্রাপ্যদের ৫০% সঞ্চয়পত্র এবং ৫০% নগদ অর্থ পরিশোধের লক্ষ্যে বেলা ১১টা হতে প্লাটিনাম জুবিলি জুট মিলের অফিসার্স ক্লাবের সম্মুখে নগদ অর্থ ও সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খুলনা অঞ্চলের প্লাটিনাম জুবিলি জুট মিলের অবসরপ্রাপ্ত ও অবসায়নকৃত (গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ) মোট ৩ হাজার ৮৩৬ জন শ্রমিকের চূড়ান্ত পাওনা নগদ অর্থ ২১৬ কোটি ২৮ লাখ ৬ হাজার চব্বিশ টাকা এবং মোট ৩৬৭৪ জন শ্রমিকের ২১৪ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ৬৭১ টাকা তিনমাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে বিতরণ করা হবে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে দ্রুততম সময়ে অন্য মিলগুলোতেও শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে দিতে হবে। তাই ইন্টারনেট ব্যবস্থা সচল থাকার উপর নির্ভর করছে। এ ব্যাপারে প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মো. গোলাম রব্বানী জানান, ইতোমধ্যে শ্রমিকদের পাওনা আনুষ্ঠানিকভাবে পরিশোধের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সান নিউজ/পিডিকে