নিজস্ব প্রতিনিধি, বরিশাল : চল্লিশ বোতল ফেন্সিডিল রাখার দায়ে বরিশালের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলমের আদালত এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী বরিশাল সদর উপজেলার চর বুখাইনগর এলাকার জালাল গাজীর ছেলে।
জানা গেছে, ২০১৪ সালের ১৭ জানুয়ারি বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে একটি সিলভারের পাতিল জব্দ করে পুলিশ। তবে পাতিল বহনকারী মনির পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। পাতিলে তল্লাশী চালিয়ে পাতিলের মধ্য থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনায় মনির ও তার সহযোগী মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুল।
মামলায় উভয়ের বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হয়। ছয় বছর বিচারাধীন থাকার পর মামলায় আজ পলাতক মনিরকে যাবজ্জীবন এবং মিজানকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
সান নিউজ/এমএইচ/এস