নিজস্ব প্রতিনিধি, ফেনী : বাংলাদেশ-ভারত সীমান্তের শূণ্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) খোলা আকাশের নিচে পড়ে থাকা দুই ভাই করিম (২৮) ও স্বপন (২৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
করিম ও স্বপন পরশুরামের পৌর এলাকার গুথুমা গ্রামের কালাধন সরকারের ছেলে।তাদের বাবা গণমাধ্যমকে জানান, ফজরের নামাজের কিছুক্ষণ আগে তারা মাছ ধরতে গিয়েছিলো।
স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন বলেন, ভোরের দিকে সীমান্তের ১৫-২০ ফুট ভেতরে মরদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, বজ্রপাতের শিকার হয়ে তাদের মৃত্যু হয়েছে।
ছাগলনাইয়া-পরশুরাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশান চাকমা জানান, তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত মাহমুদ জানান, বেলা ১টার দিকে মরদেহগুলো আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। মরদেহগুলো থানায় আনা হচ্ছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
গুথুমা বিজিবি ক্যাম্পের হাবিলদার হাফিজ জানান, বিবিজি-বিএসএফ এর সাথে পতাকা বৈঠক শেষে মরদেহগুলো উদ্ধার করে পরশুরাম মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরিবারের ১০ সন্তানের মধ্যে চতুর্থ ও পঞ্চম সন্তান ছিলেন করিম এবং স্বপন। তারা দুজনেই বিবাহিত। তাদের মধ্যে করিমের একটি ছেলে রয়েছে।
সান নিউজ/এম/এস