নিজস্ব প্রতিনিধি, চরফ্যাশন :
চরফ্যাশনে করোনাভাইরাস সচেতনতায় স্বাস্থ্যসেবা ও বাল্যবিয়ের হার বেড়ে যাওয়ায় তরুণ-তরুণীদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর আয়োজনে তরুণ-তরুণীদের নিয়ে এই সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- চরফ্যাশন যুব জলবায়ু ফোরামের সভাপতি মনির আসলামি, দৈনিক একাত্তর জার্নাল প্রকাশক মো. আল মুকিত, চরফ্যাশন ইয়ুথ পাওয়া ইন বাংলাদেশ কো-অর্ডিনেটর মো. তরিকুল ইসলাম, ইয়ুথ সদস্য আওরঙ্গজেব আলভী, মোহাম্মদ সিয়াম, রেজবী, নুসরাত ও অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা করোনাকালীন স্বাস্থ্যসেবা, করোনা নিয়ন্ত্রণ ও বাল্যবিয়ের ঝুঁকিতে সচেতন থাকার বিষয় নিয়ে আলোচনা করেন। তারা আরো বলেন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবার জন্য ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাওয়া অত্যন্ত জরুরী।
সান নিউজ/তপু/এসএম