নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরে সদর উপজেলার মনোহরপুর গ্রামে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে স্ত্রী রুবিনা খাতুন (২২) মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মিলন হোসেন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহ দারা খান জানান, মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে এনজিও কর্মী মিলন হোসেন প্রায় ৭ বছর আগে একই উপজেলার টেংগার মাঠ শিশিরপাড়া গ্রামের রুবিনাকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের ৪ বছরের এক মেয়ে রয়েছে। তারা থাকতেন গাংনী উপজেলার বামুন্দী গ্রামে।
সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত। আজ ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলন হোসেন ক্ষিপ্ত হয়ে রুবিনা খাতুনের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। রুবিনার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘটনা এই মাত্র জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।
সান নিউজ/এম