নিজস্ব প্রতিনিধি, সাভার : সারা বাংলাদেশে ধর্ষণ নারী নির্যাতন নিয়ে তোলপাড়, আইন পরিবর্তনের মাধ্যমে মৃত্যুদন্ড সাজার প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে আবারো অভিযোগ উঠলো সাভারের আশুলিয়ায় এক নারী শ্রমিককে ধর্ষণের। ধর্ষণের অভিযোগে আসলাম সুমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো নামাপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
জিরাবো এলাকার নারী শ্রমিক(৩০) তার স্বামী আব্দুল ওয়াহেদকে নিয়ে আসলাম শিকদার নামের এক ব্যক্তির বাড়িতে একটি কক্ষে ভাড়া থাকতনে। ওই বাড়ির পাশের রুমের ভাড়াটিয়া যুবক সুমন গত ১০ অক্টোবর ওই নারী শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে তার রুমে নিয়ে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তাকে ব্লাকমেইলিং করে আসছিলো। পরে গতকাল রাতে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ওই নারী আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী সুমনকে আটক করে। পরে ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
আটক ধর্ষণকারী যুবকের বাড়ি ময়মনসিংহ জেলায় । ধর্ষণের শিকার ওই নারী জিরাবো এলাকায় বেঙ্গল প্লাষ্টিক কারখানায় কর্মরত ছিলো। এঘটনায় ধর্ষণের শিকার ওই নারী আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরজ্জামান জানান, ধর্ষণে অভিযোগের ভিত্তিতে সুমন নামে এক যুবকে আটক করেছে , মোবাইল ফোনে ফাঁস হওয়া ভিডিও উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধর্ষণকারী যুবককে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সান নিউজ/পিডিকে/এস