নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার সদর উপজেলার দক্ষিন রতনপুর গ্রামের মাঝি বাড়িতে কৃষি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের আওতায় গ্রামীন জনউন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার বিকেলে অনুষ্ঠিত পরামর্শ কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক হরলাল মধু ও জেলা মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র খামার বাড়ির ব্যাবস্থাপক এ এইচ এম জাকির হোসেন ও প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা আবুল হোসেন।
সভাপতিত্বে করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর। উপস্থাপনা করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক আনিসুর রহমান টিপু।
পরামর্শকেন্দ্রে কৃষকদের বিভিন্ন বিষয়ে সমস্যার সমাধান দেয়া হয়। পরে ৫০জন কৃষকের মধ্যে বিনামূল্যে পেপে চারা ও নিড়ানি বিতরন করা হয়।
সান নিউজ/এটি/এস