নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় জমিজমার বিরোধের জের ধরে কুপিয়ে জখম করার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দণ্ডপ্রাপ্ত মোঃ জসিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খাশমহেশপুর এলাকার মৃত মুজাফ্ফার হাওলাদারের ছেলে।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ও তার স্বজনদের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের টেংরাখালী এলাকার সোবাহান মোল্লা গংদের সাথে। ২০১৬ সালের ২২ জুন বিকেলে সোবাহান মোল্লা মহেশপুর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে তার ওপর অতর্কিত হামলায় চালানো হয়। এসময় জসিম হাওলাদার রামদা দিয়ে সোবাহান মোল্লার পায়ের ওপর কুপিয়ে গুরুত্বর জখম করে। যে ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সোবাহান মোল্লার ডান পায়ের হাটুর নীচের অংশ ফেলে দিতে হয়।
এ ঘটনায় একই সালের ১ জুলাই সোবাহান মোল্লার ছোট ভাই মনির হোসেন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় দণ্ডপ্রাপ্ত জসিম হাওলাদার ও তার আরো ২ ভাইসহ ৫ জনকে নামধারীআসামী করে একটি মামলা দায়ের করেন। যে মামলায় জসিম ও তার তিন ভাইকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৮ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন বাকেরগঞ্জ থানার এসআই মোঃ আউয়াল হোসেন।
আদালত ৭ জনের সাক্ষ্যগ্রহন শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোঃ জসিম হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
সান নিউজ/এমএইচ/এস