নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া নিখোঁজ। তাকে কোথাও পাওয়া যাচ্ছেনা। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। বিষয়টিমহানগর পুলিশের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
পুলিশি নির্যাতনে রায়হান আহমদের (৩৪) মৃত্যুর ঘটনায় সোমবার বিকেলে আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এছাড়া প্রত্যাহার করা হয়েছে আরও তিন জনকে।
এদিকে রায়হান হত্যাকান্ডের পর তার স্ত্রীর দায়েরকৃত হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা।
রায়হান হত্যা কান্ডকে পুলিশ প্রথমে গণধোলাইয়ে ছিনতাইকারীর মৃত্যু বলে চালিয়ে দিতে চাইলেও তার পরিবারের সদস্যরা তা মানতে পারেন নি। তাদের অভিযোগের তীর ছিল পুলিশের দিকে। রোববার দিবাগত রাত আড়াইটায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় রায়হান আহমদের স্ত্রী তানিয়া আক্তার তান্নি বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় তান্নি বন্দর বাজার ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে তার স্বামীকে নির্যাতন করে হত্যার অভিযোগ করেছেন। সোমবার বিকেলেই শাস্তিমূলক ব্যবস্থা নেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ। সাময়িক বরখাস্ত করা হয় আকবরসহ ৪ জনকে।
মঙ্গলবার ভোর থেকে এসআই আকবরকে আর পাওয়া যাচ্ছেনা। তার ব্যববহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। আত্মরক্ষার্থে তিনি কোথাও পালিয়েছেন বলে সচেতন মহলের ধারণা।
রায়হান উদ্দিন সিলেট নগরীর আখালিয়ার নেহারি পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার তিন মাসের এক মেয়ে রয়েছে। রায়হানের স্ত্রী তান্নির দায়েরকৃত হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারেরর দাবির প্রেক্ষিতে মামলাটি পিবিআইতে স্থানান্তর করা হয়েছে।
সান নিউজ/এক/এস