নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠিতে কলেজ ছাত্রী নাসরিন আক্তার সারার ওপর হামলা ও ইভটিজিং মামলার আসামী কলেজ ছাত্র জুবায়ের আদনানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আতœসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক এ.এস.এম তারেক শামস জামিন আবেদন না মঞ্জুর করে জুবায়েরকে জেলা হাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে ও সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ডিপ্লেমা শাখার ছাত্র জুবায়ের আদনান বেশ কিছু দিন ধরে ঝালকাঠি মহিলা কলেজের ছাত্রী নাসরীন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় জুবায়ের তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে গত ২ অক্টোবর দুপুরে কিশোরীর বড় বোনের বাসায় গিয়ে অতর্কিত হামলা চালায়। মারধরের এক পর্যায়ে কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে জুবায়ের পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই জুবায়ের আদনানকে আসামী করে থানায় মামলা করে নাসরিন আক্তার সারা।
এ ঘটনায় জুবায়ের আদনাকে গ্রেফতারের দাবীতে গত ৮ অক্টোবর ঝালকাঠি সদর থানার সামনে অনশনে বসে ওই নাসরীন আক্তার সারা। পরে পুলিশ আসমীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অনশন তুলে নেয় কিশোরী।
সান নিউজ/আরকে/এস