নিজস্ব প্রতিনিধি, সিলেট :
শহরতলীর কুশিঘাটে অবস্থিত হাজী মো. সফিক উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব। দীর্ঘদিন থেকে এলকাবাসীর নানা অভিযোগ তার বিরুদ্ধে। এরমধ্যে অন্যতম হচ্ছে অডিট রিপোর্ট। ‘আতাখান’ নামক একটি অডিট ফার্মের মাধ্যমে তিনি অডিটের কাজটি করান। ম্যানেজিং কমিটির অভিযোগ, টাকা দিয়ে ইচ্ছেমতো এই ফার্মের মাধ্যমে অডিটের কাজ সারেন হাসিব। আর তাই অডিট রিপোর্ট নিয়ে প্রায়ই অভিযোগ উঠে।
তার এসব অনিয়মের প্রতিবাদ করতে গেলে অপমান হতে হয় ম্যানেজিং কমিটির সদস্যদের।
রোববার (১১ অক্টোবর) স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়কিভাবে বরখাস্ত হয়েছে বলে জানিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি জুনেদ আহমদ।
জুনেদ আহমদ বলেন, প্রধান শিক্ষক আব্দুল হাসিব ও তার স্ত্রী, কন্যার বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সদস্যদের লাঞ্ছিত করা এবং প্রচুর অনিয়ম পাওয়া গেছে। তাই তার এসব অ নিয়মের জন্য শাহপরাণ থানায় একটি অভিযোগ দাখিল করি।
অডিটে অসহযোগিতা, টাকা দিয়ে অডিট রিপোর্ট নিজের পক্ষে নেয়া, ভুয়া চাহিদা দেখিয়ে বই এনে জমা রাখা এসব বিষয়ে শিক্ষক আব্দুল হাসিবের কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি কোনো উত্তর না দিয়ে মোবাইলের লাইন কেটে দেন।
সান নিউজ/এক/এসএম