নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকের একাংশ নদীতে পড়ে গেছে। যার ফলে বিজ্রের উভয় পাশে যানবাহন আটকা পড়েছে। ট্রাকের ভেতরে হেলপার আটকা পড়েছে বলে জানা গেছে। উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিক যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি লাঙ্গুলিয়া বেইলি সেতুর ওপর দিয়ে পাড় হওয়ার সময় এর একাংশ দেবে যায়। এ সময় ট্রাকটির একাংশ নদীতে পড়ে যায়।
চালক ওই ট্রাকটি থেকে নিরাপদে নেমে যেতে পারলেও হেলপার আটকা পড়ে। খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে।
এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। এ ঘটনায় হেলপার আটকা পড়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে যাচ্ছে।