নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি প্রাইভেটকারের ভেতরে তল্লাশি করে দুটি ব্যাগে থাকা এক কোটি ৬০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রীরায়েরচর সড়কের কয়রাপুর লোহার সেতু এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেট কার তল্লাশি করে এ টাকা উদ্ধার করে পুলিশের একটি টহল দল।
গ্রেপ্তারকৃতরা এ টাকা স্বর্ণ বিক্রির বলে দাবি করলেও স্বর্ণ বিক্রির কোন রশিদ বা কাগজপত্র পুলিশ তাদের সাথে খুঁজে পায়নি।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোপাটি গ্রামের কানুলাল কর্মকারের ছেলে তমাল কর্মকার (২৫), একই গ্রামের মৃত চন্দন কর্মকারের ছেলে অন্তু কর্মকার, চাঁদপুর সদর উপজেলার পশ্চিম বিঘনদী গ্রামের মৃত শুকুর বেপারীর ছেলে প্রাইভেটকারচালক সেলিম বেপারী এবং চাঁদপুর সদর উপজেলার গোল্ডেন টাওয়ার মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা সম্ভুনাথ কর্মকারের ছেলে সুকদেব কর্মকার।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানা পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতদের সাথে স্বর্ণ বিক্রির কোন বৈধ কাগজপত্র না পাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি মানি লন্ডারিং এর ঘটনা। এ ব্যাপারে সিআইডিকে অবগত করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের নিয়ম অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
সান নিউজ/বিএম/এস