নিজস্ব প্রতিবেদক, যশোর : ধর্ষকের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যশোরের গণতান্ত্রিক আইনজীবী সমিতি। ধর্ষণের শিকার কোন নারী মামলা করলে তারই পক্ষেই লড়বেন সমিতির সদস্যরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সারাদেশের ধর্ষণের প্রতিবাদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির আয়োজিত মানববন্ধন থেকে এ কথা জনানো হয়। যশোর আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, ধর্ষকদের বুনো উল্লাসে কাঁপছে সারদেশ। অব্যাহত নারী নির্যাতন ও নারীর মানবাধিকার লঙ্ঘন মহামারি আকার ধারণ করেছে। শিশু, মধ্যবয়সী এমনকি বৃদ্ধারাও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। এই পৈশাচিকতা আমাদের প্রতিরোধ করতে হবে।
‘শুধু ধর্ষক নয়; ধর্ষকদের আশ্রয় ও প্রশ্রয়দাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সকল নাগরিকের নিরাপত্তা দিতে রাষ্ট্রের জোরালো ভূমিকা গ্রহণ করতে হবে।’
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন যশোর গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সদস্য আজিজুর রহমান সাবু, কাজী ফুরদুল ইসলাম, আমিনুর রহমান হিরু ও বাসুদেব বিশ্বাস।
তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক কামরুন নাহার কনা।
উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি চন্ডিচরণ মজুমদার, সদস্য শহীদ আনোয়ার, শরীফা বেগম, আহাদ আলী, দেবাশীষ রায় প্রমুখ।
সান নিউজ/ডিএম/এস