নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : ‘দেশের প্রতিটি উন্নয়নে সাংবাদিকদের গুরুত্ব অনেক। সাংবাদিকদের গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও দায়িত্বশীলতা একান্ত কাম্য। '
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউস মিলনায়তনে তিন দিনের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ কথা বলেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২৬ আনসার ব্যাটিলিয়নের পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাত্রোবায়লজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান বিজ্ঞানী ড. ফিরোজ আহমেদ , চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি।
তিনদিনের এ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণ কোর্সে চুয়াডাঙ্গা জেলার জেলা, উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেন।