নিজস্ব প্রতিনিধি, সিলেট : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি টিকিট নিয়ে টালবাহানার অভিযোগে উত্তেজিত প্রবাসীরা সিলেটের বিমান অফিসে বিক্ষোভ ও ভাংচুর করেছেন। বুধবার বিকেল ৩টার দিকে নগরীর মজুমদারি বিমান অফিসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানিয়েছেন, করোনা প্রাদুর্ভাবের আগে বিমানের টিকিটে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীরা ফিরে যেতে ভিড় করছেন। বুধবার সকাল থেকে কয়েকশ’ যাত্রী টিকিট কনফার্ম করতে এসেছিলেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে পড়েন। এসময় কয়েকজন বিমান অফিসের গ্লাস ভাঙচুর করেছেন।
গোলাপগঞ্জের প্রবাসী রফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, সকাল থেকে অপেক্ষা করছি। এনিয়ে অন্তত ২০/২১ বার এসেছি টিকিটের জন্য। কিন্তু তারা একেক সময় একেক কাগজ চাইছেন। একসাথে সব কাগজের কথা বলেন না। ভোগান্তির শেষ নেই আমাদের। তাছাড়া অফিসে ঢুকতে গেলেই দালালদের ৫শ’ থেকে হাজার টাকা দিতে হয়।
প্রবাসীদের অভিযোগের জবাবে বিমান অফিসের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, টিকিটের সঙ্কট নেই। মধ্যপ্রাচ্যে সপ্তাহে ৯টি ফ্লাইট যাচ্ছে। একসাথে অনেক যাত্রী আসায় কিছুটা ভোগান্তি হচ্ছে।
তিনি যাত্রীদের সব কাগজ একই সাথে ও কর বাবদ ২ হাজার টাকা নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
তিনি আরো বলেন, প্রতিদিন গড়ে ২শ’ জনের টিকিট কনফার্ম হচ্ছে। প্রথম দিনে সিরিয়াল নম্বর ও কাগজপত্র ঠিক থাকলে পরের দিন টিকিট দেয়া হচ্ছে। অন্য এয়ারলাইন্সে আসা যাত্রীদের এখন কোন টিকিট দেয়া হবেনা।
সান নিউজ/এক/এস | Sun News